কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। সারাদেশের ন্যায় কালের কন্ঠ শুভসংঘ উপজেলা কমিটির উদ্যোগে সোমবার (৫ জুন) বিকালে দিবসটি পালন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি, পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী। শুভসংঘ উপজেলা শাখার সভাপতি প্রভাষক সেলিম শাহারীয়ারের সভাপতিত্বে এবং শুভ সংঘের কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুলের
সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভ সংঘের উপদেষ্টা এস,এম আহম্মাদ উল্যাহ বাচ্চু, বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, শুভ সংঘের সাধারণ সম্পাদক ফরিদুল কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক ইশারাত আলী, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, নারী বিষয়ক সম্পাদক ইয়াসমিন আরা মুক্তা, ইভেন সম্পাদক সৈয়দ মোমিনুর রহমান, প্রচার সম্পাদক শিমুল হোসেন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক জেবুন্নেছা খাতুন, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান, আলমগীর হোসেন ও সাইদুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ সোহরাওয়ার্দী পার্ক চত্ত্বরে প্লাস্টিক ও পলিথিনসহ পরিবেশ দূষনযুক্ত ময়লা আবর্জনা একত্রিত করে আগুন দিয়ে পুড়িয়ে দেয় শুভসংঘের বন্ধুরা।