সাতক্ষীরার সংবাদ

কালিগঞ্জের পল্লীতে বসতী সম্পতি দখলে নেওয়ার  চেষ্টার অভিযোগ উঠেছে 

  প্রতিনিধি ৯ জুন ২০২৩ , ৬:৩৬:১০ প্রিন্ট সংস্করণ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে বসতী সম্পতি জোর পূর্বক জবর দখলে নেওয়ার জন্য পায়তারার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লীষ্ট এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী উঠেছে প্রকৃত জমির মালিকপক্ষ থেকে।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার শাহাপুর মৌজায় জে এল, নং ২৩৫, এস এ খতিয়ান -১০০, হাল খতিয়ান ১/১ দাগ নং১৮, হাল দাগ-৫০,  ৮২ শতক জমি কাগজপত্র মূলে নেংগী গ্রামের মৃত জায়েদুল রহমানের পুত্র রফিকুল ইসলাম ডিসিয়ার নেয়ার জন্য অপচেষ্টা চালাচ্ছে ।
উক্ত সম্পতি বর্তমান সবুজের দখলে আছে, এবং দীর্ঘ ৪৫ বছর ধরে ওই সম্পতিতে বসবাস করে আসছে। উপজেলার শাহাপুর গ্রামের মৃত কাওছার আলী গাইনের পুত্র আশারাফ হোসেন গাইন ও সবুজ গাইন। অথচ সম্পুর্ণ উদ্যেশ্যমুলক ভাবে ক্ষমতার অপব্যবহার করে অসহায়ের সম্পত্তি জবর দখলের চেষ্টা করছেন জবেদ আলী গং।
বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে সবুজ গাইনের পরিবার।

আরও খবর

Sponsered content