ফখর জামানের জায়গায় ১৫ সদস্যের দলে ডাকা হয়েছিল শান মাসুদকে। ব্যাট হাতে শান মাসুদ রান পেলেও তাঁর স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন আছে। ওপেনার বাবর ও রিজওয়ান তাঁদের ইনিংসের শুরুটা করেন দেখেশুনে। তিন নম্বরে ব্যাট করা শান মাসুদও একই কৌশলে ব্যাট করায় ভুগতে হয়েছে পাকিস্তানকে। আজ ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও শান মাসুদ করেছেন ২১ বলে ১৯ রান।
অন্যদিকে ফখর ব্যাট হাতে ততটা ধারাবাহিক না হলেও ইনিংসের শুরু থেকেই ব্যাট চালাতে পারেন। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৭১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ফখর জামান।
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, ফখর জামান
সূত্র প্রথম আলো ।