রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা কে আমরা একটি নতুন ও আদর্শ সাতক্ষীরা গড়ার স্বপ্ন দেখছি সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির বর্ধিত সভায় ২৬ অক্টোবর খুলনা রোড মোড় মানব বন্ধনের সিদ্ধান্ত আধুনিক বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা রেখে চলেছে দৈনিক কালবেলা মহানবী (সা:) এর কটুক্তির প্রতিবাদে কালিগঞ্জে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ মন্দিরে রাজনীতির চর্চা কল্যাণ বয়ে আনে না : গয়েশ্বর গণঅভ্যুত্থানে আহত নবীন ও রাইসুরকে চিকিৎসা সহায়তা দিল বিএনপি দেবহাটা প্রেসক্লাবে সাম্প্রাদায়িক সম্প্রীতি অনুষ্ঠান কালিগঞ্জের ছিনাইকারীর গুলিতে আহত ২ ব্যবসায়ী অস্ত্র গুলিসহ আটক ১ কালিগঞ্জ প্রেসক্লাবের বাষিক সাধারণ সভা অনুষ্ঠিত – বিজয় নিউজ

বিল পরিশোধ সুবিধা আনল ট্যাপ – বিজয় নিউজ

শেখ আতিকুর রহমান, বার্তা সম্পাদক ২২৯ টাইম ভিউ
আপডেটঃ শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ১১:০৫ অপরাহ্ন

নিউজ ডেক্স :  ভিসা ক্রেডিট কার্ডের বিল পরিশোধ ও ভিসা ডেবিট কার্ডে ফান্ড ট্রান্সফারের সুবিধা চালু করেছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান (এমএফএস) ট্রাস্ট আজিয়াটা পে বা ট্যাপ। ক্রেডিট কার্ডের লেট পেমেন্ট ফি’র ঝামেলা এড়াতে ঘরে বসে এখন বিল দেওয়া যাবে ট্যাপের মাধ্যমে।

এখন ট্যাপ ব্যবহার করে গ্রাহকরা যেকোন কমার্শিয়াল ব্যাংকের ভিসা ক্রেডিট কার্ডের বিল পরিশোধ এবং ৩৫ টির বেশি কমার্শিয়াল ব্যাংকের ভিসা ডেবিট কার্ডে ফান্ড ট্রান্সফার করতে পারবেন।

ট্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ডে বিল পরিশোধ করতে চাইলে ব্যবহারকারীদের ট্যাপ অ্যাপে লগইন করতে হবে। তারপর পে বিল অপশন সিলেক্ট করতে হবে। এরপর ‘ক্রেডিট কার্ড বিল’ অপশন থেকে ‘ভিসা ক্রেডিট কার্ড’ সিলেক্ট করে কার্ড নম্বার ও বিল পরিমাণ প্রদান করতে হবে। পিন নম্বার দিলেই পেমেন্ট সম্পন্ন হবে। ভবিষ্যৎ পেমেন্টের সুবিধার জন্য ‘রিমেম্বার মি’ অপশন ক্লিক করলে কার্ডটি সেভ থাকবে।

ভিসা ডেবিট কার্ডে ফান্ড ট্রান্সফার করতে ব্যবহারকারীদের প্রথমে ট্যাপ অ্যাপে লগইন করতে হবে। মোর অপশন থেকে ফান্ড ট্রান্সফার অপশনে যেতে হবে। তারপর ভিসা ডেবিট কার্ড অপশন সিলেক্ট করে কার্ড নাম্বার এবং টাকার পরিমাণ দিতে হবে। পিন নম্বার দিলেই পেমেন্ট সম্পন্ন হবে। রিমেম্বার মি অপশনে ক্লিক করলে তা ভবিষ্যৎ এর জন্য সংরক্ষিত থাকবে। এর ফলে এখন থেকে ট্যাপ ওয়ালেট থেকে বাংলাদেশে ইস্যুকৃত ৩৫টির বেশি কমার্শিয়াল ব্যাংকের ভিসা ডেবিট কার্ডের সাথে লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করা যাবে।

যে কোন কর্মাশিয়াল ব্যাংকের ভিসা ক্রেডিট ও ৩৫টির বেশি কমার্শিয়াল ব্যংকের ভিসা ডেবিট কার্ডের এসব সেবার সুযোগ দিচ্ছে ট্যাপ। বিল পে করার সময় কোন ধরণের সমস্যায় পড়লে গ্রাহকরা সরাসরি নির্দিষ্ট ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারবেন। এই পুরো প্রক্রিয়ার প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে এসএসএল কমার্স।

এছাড়া ট্যাপের মাধ্যমে সহজে টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, ইউলিটি বিল প্রদান, অনলাইনে কেনাকাটা, শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি দেয়া যায়। বিল পেমেন্ট ও ফান্ড ট্রান্সফার নিয়ে আরো তথ্য জানতে গ্রাহকরা ১৬৭৩৩ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।

বিডি প্রতিদিন/আরাফাত


এই বিভাগের আরো খবর