বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে ইকরা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার কমিটি গঠন সম্পন্ন সাতক্ষীরা কে আমরা একটি নতুন ও আদর্শ সাতক্ষীরা গড়ার স্বপ্ন দেখছি সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির বর্ধিত সভায় ২৬ অক্টোবর খুলনা রোড মোড় মানব বন্ধনের সিদ্ধান্ত আধুনিক বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা রেখে চলেছে দৈনিক কালবেলা মহানবী (সা:) এর কটুক্তির প্রতিবাদে কালিগঞ্জে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ মন্দিরে রাজনীতির চর্চা কল্যাণ বয়ে আনে না : গয়েশ্বর গণঅভ্যুত্থানে আহত নবীন ও রাইসুরকে চিকিৎসা সহায়তা দিল বিএনপি দেবহাটা প্রেসক্লাবে সাম্প্রাদায়িক সম্প্রীতি অনুষ্ঠান কালিগঞ্জের ছিনাইকারীর গুলিতে আহত ২ ব্যবসায়ী অস্ত্র গুলিসহ আটক ১

নিয়াজের টুর্নামেন্টে নাটকীয়ভাবে চ্যাম্পিয়ন ফাহাদ

শেখ আতিকুর রহমান, র্বাাতা সম্পাদক ৮৮ টাইম ভিউ
আপডেটঃ মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ৭:২৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :  ২০১৯ সালে আন্তর্জাতিক মাস্টার হওয়ার পর এখন পর্যন্ত কোনো গ্র্যান্ডমাস্টার নর্ম করতে পারেননি ফাহাদ রহমান। তাঁর সেই কাঙ্খিত নর্ম করার পথ সুগম করতে ঢাকায় দুটি গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট আয়োজন করেন নিয়াজ মোরশেদ। কদিন আগে শেষ হওয়া প্রথম টুর্নামেন্টে ফাহাদ সুবিধা করতে পারেননি।

যেতে পারেনি গ্র্যান্ডমাস্টার নর্মের ধারে কাছেও। আজ শেষ হওয়া দ্বিতীয় টুর্নামেন্টেও ফাহাদ নর্ম করতে পারেননি। নর্ম করতে লাগে ৯ ম্যাচে ৭ পয়েন্ট। ফাহাদ পেয়েছেন ৯ ম্যাচে ৬ পয়েন্ট। তবে শেষ দিনে নাটকীয়ভাবে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে গেছেন ফাহাদ।

উত্তরায় এলিগেন্ট চেস একাডেমিতে আয়োজিত গ্র্যান্ডমাস্টার এসপিরেন্ট ২ দাবায় গতকাল ৮ম রাউন্ড শেষে ফাহাদের পয়েন্ট ছিল ৫। সমান পয়েন্ট ছিল গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও গ্র্যান্ডমাস্টার এসপিরেন্ট ১ দাবায় চ্যাম্পিয়ন সিঙ্গাপুরের আন্তর্জাতিক মাস্টার জগোদিস সিদ্ধার্থেরও। এই তিনজনই ছিলেন পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে।

ভারতের ফিদে মাস্টার পানেসার বিদান্ত সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে ছিলেন শীর্ষে । বিদান্ত আজ তাঁর স্বদেশি ফিদে মাস্টার আরধ্য গর্গের সঙ্গে জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যেতেন। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ তিনি ড্র করেছেন। জিততে পারেনি দুইয়ে থাকা জিয়া ও জগোদিস। এই দুজনও করেছেন ড্র।

অন্যদিকে ফাহাদ আজ শেষ রাউন্ডে ওয়াক ওভার পেয়েছেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার ও টুর্নামেন্টের আয়োজক নিয়াজ মোরশেদের বিপক্ষে। নিয়াজ সময় মতো আসতে পারেনি ভেনুতে। ফলে বিদান্ত ও ফাহাদের পয়েন্ট দাঁড়ায় সমান ৬।

এক্ষেত্রে দেখা হয়েছে কার জয়ের সংখ্যা বেশি। ফাহাদ ৪টি ম্যাচ জিতেছেন। বিদান্ত ৩টি। ফলে জয়ের সংখ্যা সংখ্যা বেশি থাকায় ফাহাদই চ্যাম্পিয়ন।

চ্যাম্পিয়ন হলেও ফাহাদের মনে দুশ্চিন্তা আগামী ১৩ই মার্চ গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট খেলতে ভিয়েতনাম যাওয়ার জন্য তার হাতে এখনো কোনো স্পনসরশিপ নেই। সেটা নিয়ে আক্ষেপ করে ফাহাদ বলেন, ‘এই টুনামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ভালো লাগছে। কিন্তু নর্মটা পেলে আরো বেশি ভালো লাগতো। তবে এখন আমার বড় দুশ্চিন্তা সামনের টুর্নামেন্টগুলো কীভাবে খেলব। বিদেশে গিয়ে টুর্নামেন্ট খেলতে অনেক টাকার প্রয়োজন।’

সূত্য:-প্রথম আলো…


এই বিভাগের আরো খবর