দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় স্বাস্থ্য পরিসেবায় যোগাযোগ উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মার্চ) সকাল ১০টায় উপজেলার হাদিপুরস্থ বেসরকারি সংস্থা ডিআরআরএ প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটি বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলো’র বাস্তবায়নে এবং আমেরিকেয়ারস ফাউন্ডেশন ইনকর্পোরেটেড’র অর্থায়নে বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় স্বাস্থ্য সেবায় নিয়োজিত সিএইচসিপি ও আইসিএইচডাবøু ২৫ জনকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের উদ্বোধনীয় অনুষ্ঠানে আশার আলো’র নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকেয়ারস ফাউন্ডেশন ইনকর্পোরেটেড’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ এবিএম কামরুল আহসান। প্রশিক্ষক হিসেবে সমগ্র প্রশিক্ষণটি পরিচালনা করেন এমএ রসিদ ও নারগিছ সুলতানা। অন্যান্যদের মধ্যে প্রকল্প সুপারভাইজার শেখ ইকবাল হোসেন, হিসাবরক্ষক ফজলুল হক, স্বাস্থ্যকর্মী রবিউল ইসলাম, আল-আমিন হোসেন, মাধবী মন্ডল, রিক্তা পারভীন, রাকিবা সুলতানা, শেফালি পারভীন, রবিউল ইসলাম, ফজলুল হকসহ দাতা ও বাস্তবায়কারি সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।