হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পিএফজি গ্রুপের আয়োজনে ও দি হ্যাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। “সহিংসতা নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ” এই লক্ষ্যকে সামনে রেখে উপজেলা পিএফজি গ্রুপের মাধ্যমে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইয়ুথ গ্রুপ ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে দিনব্যাপী অগ্রগতি ও পর্যালোচনা ও পরিকল্পনা সভায় উপজেলা পিএফজি গ্রুপের পিস এম্বাসেডর উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী’র সভাপতিত্বে ও উপজেলা সমন্বয়কারী সুকুমার দাশ বাছু’র সঞ্চালনায় প্রকল্পের উদ্দেশ্য, লক্ষ্য ও কার্যক্রম বিষয়ে বক্তব্য রাখেন এমিলি এক্সপার্ট এমডি মাহমুদ হাসান তরফদার, জেন্ডার এন্ড ইউথ এক্সপার্ট অনিন্দিতা বিশ্বাস, আঞ্চলিক সমন্বয়কারী রাজু জাবেদ, কো অর্ডিনেটর আবু তাহের। বক্তব্য রাখেন পিস এম্বাসেডর উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, পিস অ্যাম্বাসেডর, জাতীয় পার্টির নেত্রী ও ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, পিস এম্বাসেডর মাহফুজা খানন, পিএফজি গ্রুপের সদস্য শেখ সাইফুল বারী সফু, শেখ আনোয়ার হোসেন, এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, ইলাদেবী মল্লিক, আশেক মেহেদী, এম হাফিজুর রহমান শিমুল,কনিকা সরকার, এসএম আহম্মাদ উল্ল্যাহ বাচ্ছু, অধ্যাপক সাইফুল ইসলাম, শেখ খাইরুল ইসলাম, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, লাইলী পারভীন প্রমুখ। সভায় আগামী তিন মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আসন্ন উপজেলা নির্বাচনের আগেই জনতার মঞ্চ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শান্তি ও সম্প্রতি নিয়ে বিতর্ক প্রতিযোগিতা ও মার্চ মাসের শেষে প্রশিক্ষণ গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়।