হাফিজুর রহমান শিমুলঃ
ফ্লিমস্টাইলে কালিগঞ্জের পল্লীতে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ লক্ষাধিক টাকা স্বর্ণসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত চক্রের সদস্যরা। খবর পেয়ে গ্রামবাসীর প্রতিরোধ গড়ে তোলে। এসময়ে ডাকাতের ছোড়া গুলিতে ২ জন ও বোমার আঘাতে ৪জন আহত হয়েছে। ঘটনাটি উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ইউসুফপুর গ্রামের শাহিনুর রহমান গাজীর বাড়িতে ঘটেছে। সে আব্দুর রহিম গাজীর ছেলে। থানা ও ভুক্তভোগী সুত্রে জানাগেছে, গত শুক্রবার (২২ মার্চ) রাত ২টা ৩০ মিঃ থেকে সাড়ে ৩ টা পর্যন্ত ইউসুফপুর গ্রামের শাহিনুর গাজীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্বস্ব লুট করে পালাতে থাকে। বাড়ির মালিক ও প্রতিবেশিদের আত্ম চিৎকারে গ্রামবাসী ডাকাতদের ধাওয়া করে। বেগতিক দেখে ডাকাত দল বোমা ও গুলি ছোড়ে। এঘটনায় গুরুতর আহাতরা হলেন উপজেলার ইউসুফপুর গ্রামের হাফিজুর রহমানের পুত্র কাজল (৪৪), মাজেদ সরদারের পুত্র সাইদুল্লাহ (২২), শেখ আক্তার হোসেনের পুত্র হাসান (১৯) হোসেন (১৯), আব্দুল লতিফের পুত্র রাহাত (১৭) এবং কওছারর এর পুত্র রুবেল হোসেন (১৭)। এদের মধ্যে গুরুতর আশংকা জনক অবস্থায় কাজল এবং সাইদুল্লাহ কে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ভোরে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন এর নেতৃত্বে উপ পরিদর্শক শফিকুল ইসলাম, খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বেলা ১ টার দিকে পুনারায় কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান আমিন এর নেতৃত্বে কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন এবং সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউসুফপুর গ্রামের আব্দুর রহিম গাজীর পুত্র ভুক্তভোগী শাহিনুর রহমান গাজী জানান, তারাবির নামাজ শেষে প্রতিদিনের ন্যায় খাওয়া শেষ করে পরিবারের সদস্যদের নিয়ে সবাই ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক আড়াইটায় প্রথমে বাড়ির পাঁচিলের গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বাড়ির গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে কারেন্টের সুইচ বন্ধ করে সোলার লাইট জ্বালিয়ে দেয় ডাকাত দলটি। পরে তাকে ঘুম থেকে তুলে ৫/৬ জনের মুখোশপরা ডাকাত দল কাপড় দিয়ে চোখ , হাত, পা বেঁধে বাড়িতে থাকা বাবা আব্দুর রহিম, মা খোদেজা বেগম, স্ত্রী জোহরা খাতুন এবং শিশু কন্যা সেতুসহ সবাইকে এক ঘরে এনে মাথায় শাটার গান ধরে জিম্মি করে রাখে। পরে শাহিনের নিকট থেকে ঘরের আলমারীর চাবি নিয়ে ঘরে থাকা নগদ ২ লক্ষ টাকা, ১টি স্বর্ণের হার, ১টি স্বর্নের চেন, ১জোড়া হাতের রুলি, ১ জোড়া কানের দুল, এবং আংটি ১টি নিয়ে চলে যায়। ওই সময় তার ও পরিবারের সদস্যদের ডাক চিৎকারে গ্রামবাসী বেরিয়ে ডাকাতদের পিছু ধাওয়া করে। ওই সময় ডাকাত দলের সদস্যরা শাটার গানের ছোড়া গুলি সহ পরপর ৩ টি বোমার বিস্ফোরণ ঘটালে ৬ জন গ্রামবাসী আহত হয়। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় ২ জনকে প্রথমে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করলে তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় যথাযথ তদারকী ও অভিযান চালিয়ে জড়িতদের সনাক্ত করে আইনে আমলে নেওয়া হবে বলে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন জানান।