হাফিজুর রহমান শিমুলঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী নলতা ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়নের সম্মানিত শিক্ষক মন্ডলীর সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সোমবার (২৬ আগস্ট) সকাল ১০ টায় নলতা ইউনিয়ন জামায়াতের আমীর আকবার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শূরা কর্মপরিষদ সদস্য মাওলানা কাজী মুজাহিদুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি ও সাবেক নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আবু রাসেল আসকারী, আদর্শ শিক্ষক ফোরাম নলতা শাখার সভাপতি অধ্যাপক আব্দুল মজিদসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং নলতা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলী। এ সময়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষক মন্ডলী সমাজের দর্পণ স্বরূপ, শিক্ষার্থীদের রূহানী পিতা। সমাজের ফেতনা ও বিশৃঙ্খলা দূরীকরণে শিক্ষক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । শিক্ষক মন্ডলীই পারেন সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে। শিক্ষক মন্ডলী নিজেরা ইসলামী আদর্শের অনুসারী হবেন এবং শিক্ষার্থীদের ইসলামী আদর্শের লালন করার জন্য অনুপ্রেরণা দান করবেন।