নিউজ ডেস্ক : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় শেখ রাসেলের পথিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর উপজেলার প্রধান প্রধান সড়কে র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুররুস্কার বিতরণ করা হয়।
কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু’র সঞ্চালনায় আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হালিমুর রহমান বাবু,কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে রচনা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরুস্কার প্রদান করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় কালিগঞ্জ উপজেলায় মোট ১৬ টি শেখ রাসেল ল্যাব উদ্বোধন করেন।