হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জে সংবাদ কর্মীদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় ইউএনও অফিসের সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি সাংবাদিক বৃন্দের কাছ থেকে সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সাংবাদিকরাও তাকে সকল ভালো কাজের সহযোগিতা করার আশ্বাস দেন।কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রোকনুজ জামান বাপ্পী’র সভাপতিত্বে সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন সকলের আন্তরিক সহযোগিতায় কালিগঞ্জের উত্তরোত্তর উন্নতির জন্য কাজ করতে চাই।উপজেলা এলকার বিভিন্ন সমস্যা যেমন- বাল্য বিবাহ প্রতিরোধ , মাদক নির্মূল, সড়কে শৃঙ্খলা ফেরানো ও ভেজাল খাদ্য রোধে অভিযান পরিচালনা, অবকাঠামোগত উন্নয়নে অনিয়ম রোধে ব্যবস্থা গ্রহনসহ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহন করতে চাই।সেক্ষেত্রে কালিগঞ্জ প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিকদের একান্ত সহযোগিতা কামনা করছি।
আমি ইউএনও হিসেবে প্রথম দায়িত্ব পালন করতে যাচ্ছি, সেহেতু এ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ সকল শ্রেনী পেশার সহযোগীতা চাই। সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,
সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, তথ্যও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, নির্বাহী সদস্য এসএম গোলাম ফারুক, সদস্য শেখ আব্দুল করিম মামুন হাসান, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, বেসরকারী উন্নয়ন সংস্থা সূশীলনের উপ পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু। উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য ঈলাদেবী মল্লিক, মীরাবসু সরকার, আশেক মেহেদী, শেখ নাজমুল হোসেন, জাহাঙ্গীর হোসেন, মহিবুল্লাহ, মোহসীন হুসাইন। সাংবাদিক শেখ আতিকুর রহমান, মনিমালা গায়েন, শিমুল হোসেন, জাহিদ হাসান, মেহেদী হাসান, আনছার উদ্দীন লাভলু প্রমুখ।