বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে ইকরা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার কমিটি গঠন সম্পন্ন সাতক্ষীরা কে আমরা একটি নতুন ও আদর্শ সাতক্ষীরা গড়ার স্বপ্ন দেখছি সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির বর্ধিত সভায় ২৬ অক্টোবর খুলনা রোড মোড় মানব বন্ধনের সিদ্ধান্ত আধুনিক বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা রেখে চলেছে দৈনিক কালবেলা মহানবী (সা:) এর কটুক্তির প্রতিবাদে কালিগঞ্জে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ মন্দিরে রাজনীতির চর্চা কল্যাণ বয়ে আনে না : গয়েশ্বর গণঅভ্যুত্থানে আহত নবীন ও রাইসুরকে চিকিৎসা সহায়তা দিল বিএনপি দেবহাটা প্রেসক্লাবে সাম্প্রাদায়িক সম্প্রীতি অনুষ্ঠান কালিগঞ্জের ছিনাইকারীর গুলিতে আহত ২ ব্যবসায়ী অস্ত্র গুলিসহ আটক ১

লিফটে আধা ঘণ্টা আটকে ছিলেন পুলিশ, আসামি, আইনজীবীসহ ১২ জন

শেখ আতিকুর রহমান, বার্তা সম্পাদক ১৫৮ টাইম ভিউ
আপডেটঃ রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ৪:০৭ অপরাহ্ন
লিফটে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করার সময়। রোববার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে ছবি: প্রথম আলো

কুষ্টিয়া ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা খোরশেদ আনোয়ার প্রথম আলোকে বলেন, বেলা ১১টা ২৫ মিনিটে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বর থেকে তাঁদের নিয়ন্ত্রণকক্ষে জানানো হয়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিফটে কয়েকজন আটকা পড়েছেন। খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। দ্রুত লিফটের ভেতর আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করতে কাজ শুরু করেন। সব মিলিয়ে প্রায় ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় লিফট ভেঙে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁরা সবাই সুস্থ আছেন।

খোরশেদ আনোয়ার আরও বলেন, ভবনের নিচতলায় মাঝামাঝি স্থানে লিফট আটকে ছিল। তবে সেখানে কোনো লিফট অপারেটরকে পাওয়া যায়নি। তাঁরা জানতে পারেন লিফটটি পরিচালনার জন্য দুজন কর্মচারী আছেন। তবে ঘটনার সময় তাঁদের কেউ ছিলেন না। আটকা পড়া ব্যক্তির সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, তাঁরা প্রায় আধা ঘণ্টা লিফটের ভেতরে আটকে ছিলেন। এ ঘটনায় লিফট অপারেটরেরা কোনোভাবেই দায় এড়াতে পারেন না। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।

লিফটে আটকা পড়া ব্যক্তিদের মধ্যে ছিলেন কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল হালিম। তিনি প্রথম আলোকে বলেন, ১৩ জন ধারণক্ষমতার লিফটে ১২ জন ওঠেন। এ সময় কোনো লিফট অপারেটর ছিলেন না। নিচতলা থেকে ওপরে ওঠার মুহূর্তে লিফট বন্ধ হয়ে যায়। এতে লিফটের ভেতর থাকা ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়েন। তিনি নিজেও ঘামতে থাকেন। আধা ঘণ্টা সময় সবার কীভাবে কেটেছে, তা বলে বোঝানো যাবে না। তবে তাঁদের সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে।

সূত্র : প্রথম আলো।


এই বিভাগের আরো খবর