শিরোনাম :
কালিগঞ্জে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ৪ জন সহ মোট ১৫ জনের মনোনয়নপত্র দাখিল  কালিগঞ্জের উত্তর শ্রীপুরে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন অধ্যাঃ ডাঃ আব্দুল ওহাব কালিগঞ্জের চৌমুহনী হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন ও সংবর্ধনা অনুষ্ঠিত কালিগঞ্জ উপজেলার সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে শেখ মেহেদী হাসান সুমন। এম.জে. ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের ঈদ উপহার প্রদান সুশীলন সহস্রাধিক অসহায় এর মাঝে ঈদ সামগ্রী প্রদানে দৃষ্টান্ত স্থাপন করেছেন ———সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন শ্যামনগর বংশীপুরে ইটভাটার মধ্যে চলছে হারবাল চিকিৎসা! কালিগঞ্জ বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। কালিগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, গুলি ও বোমার আঘাতে আহত ৬ জনের ২জন গুরুতর কালিগঞ্জে লিমা মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে বাল্যবিবাহ নারী শিশু নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত।শিমুল হোসেন,কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো।
জরুরী নোটিশঃ
Wellcome to our website...

লিফটে আধা ঘণ্টা আটকে ছিলেন পুলিশ, আসামি, আইনজীবীসহ ১২ জন

শেখ আতিকুর রহমান, বার্তা সম্পাদক / ১৪০ টাইম ভিউ
আপডেটঃ রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ৪:০৭ অপরাহ্ন
লিফটে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করার সময়। রোববার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে ছবি: প্রথম আলো

কুষ্টিয়া ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা খোরশেদ আনোয়ার প্রথম আলোকে বলেন, বেলা ১১টা ২৫ মিনিটে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বর থেকে তাঁদের নিয়ন্ত্রণকক্ষে জানানো হয়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিফটে কয়েকজন আটকা পড়েছেন। খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। দ্রুত লিফটের ভেতর আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করতে কাজ শুরু করেন। সব মিলিয়ে প্রায় ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় লিফট ভেঙে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁরা সবাই সুস্থ আছেন।

খোরশেদ আনোয়ার আরও বলেন, ভবনের নিচতলায় মাঝামাঝি স্থানে লিফট আটকে ছিল। তবে সেখানে কোনো লিফট অপারেটরকে পাওয়া যায়নি। তাঁরা জানতে পারেন লিফটটি পরিচালনার জন্য দুজন কর্মচারী আছেন। তবে ঘটনার সময় তাঁদের কেউ ছিলেন না। আটকা পড়া ব্যক্তির সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, তাঁরা প্রায় আধা ঘণ্টা লিফটের ভেতরে আটকে ছিলেন। এ ঘটনায় লিফট অপারেটরেরা কোনোভাবেই দায় এড়াতে পারেন না। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।

লিফটে আটকা পড়া ব্যক্তিদের মধ্যে ছিলেন কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল হালিম। তিনি প্রথম আলোকে বলেন, ১৩ জন ধারণক্ষমতার লিফটে ১২ জন ওঠেন। এ সময় কোনো লিফট অপারেটর ছিলেন না। নিচতলা থেকে ওপরে ওঠার মুহূর্তে লিফট বন্ধ হয়ে যায়। এতে লিফটের ভেতর থাকা ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়েন। তিনি নিজেও ঘামতে থাকেন। আধা ঘণ্টা সময় সবার কীভাবে কেটেছে, তা বলে বোঝানো যাবে না। তবে তাঁদের সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে।

সূত্র : প্রথম আলো।


এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর