বিশেষ প্রতিনিধি কালীগঞ্জ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ জানুয়ারী-২৫) সন্ধ্যায় ইউনিয়নের হোগলা মোড়ে ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা আরজেদ আলী মোল্লার সভাপতিত্বে ও বিএনপি নেতা আলমগীর হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কুশুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান হাবিব, যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, যুগ্ম আহবায়ক রেজাউল করিম, ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ আব্দুল করিম, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান বাবু, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম সরদার, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আবুল হোসেন, যুগ্ম আহবায়ক ইদ্রিস আলী, ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাবলুর রহমান সরদার, সেক্রেটারী হামিদুল ইসলাম, উপজেলা জাসাস এর যুগ্ম আহবায়ক শাহাজান মোড়ল, ইউপি সদস্য ও ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদ আলম, শাহাদাত হোসেন মোড়ল, যুবদলের ওয়ার্ড সভাপতি আলাউদ্দিন মোড়ল, সহ সভাপতি আলমগীর হোসেন মোড়ল, কৃষক নেতা রমিজ হোসেন, সোহাগ হোসেন, মুজিবর রহমান প্রমুখ। কর্মী সম্মেলনে বক্তাগন বলেন বিষ্ণুপুর ইউনিয়নে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি সংখ্যক ক্ষতিগ্রস্থ। অনেকের বসত বাড়ি, দেকানপাট লুটপাট, ভাংচুরসহ অসংখ্য মিথ্যা মামলা দিয়ে সর্বশান্ত করেছে আওয়ামী হায়েনারা। এখনও সেই ক্ষত নেতা কর্মীরা কাটিয়ে উঠতে পারেনি অনেকে। তারপরেও দুর্দিনের সেই সকল নেতা কর্মীদের উপেক্ষা করে সুবিধাবাদী আর আওয়ামী সংশ্লিষ্টদের দিয়ে ওয়ার্ড কমিটি গঠন করে বিষ্ণুপুর ইউনিয়নে একটি পকেট কমিটির পায়তারা চালানো হচ্ছে।এই রকম পাতানো কমিটি করা হলে ত্যাগী ও দুর্দিনের পরীক্ষিত নেতা কর্মীদের নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে। বক্তারা আরও বলেন প্রত্যেকটি ওয়ার্ড কমিটি প্রকাশ্যে সম্মেলনের মাধ্যমে গনতান্ত্রিক ভাবে গঠন করতে হবে। জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রকাশ্য সম্মেলনের মাধ্যমে তৃণমূলের নেতা -কর্মীদের ভোটে কমিটি গঠন করতে হবে। কেননা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সেই বার্তা দিয়েছেন। কিন্তু বিষ্ণুপুর ইউনিয়নে তা উপেক্ষা করে সুবিধাবাদীদের দিয়ে পাতানো ও পকেট কমিটি গঠনের নীল নকশা তৈরি করছে।