আলমগীর হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা
সাতক্ষীরার কালিগঞ্জে বন্ধু ফোরাম এর সকল সদস্য ও শুভানুধ্যয়ীদের সমন্বয়ে বার্ষিক সভা এবং পুরুস্কার বিতরণ অনুষ্ঠান-২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৮ টায় উপজেলার সুশীলনের হলরুমে বন্ধু ফোরামের সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মোঃ হাফিজুর রহমান, সুশীলনের ইসি কমিটির সভাপতি বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, দেশ টিভির জেলা প্রতিনিধি শরিফুল্লা কায়সার সুমন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শিমুল, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রব প্রমুখ।
এ অনুষ্ঠানের মাধ্যমে গুনিজনকে সন্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সংবর্ধিত ব্যাক্তিদ্বয় হলেন কলেজ পর্যায়ের অধ্যাপক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ পাইলট হাইস্কুলের শিক্ষক (অবঃ) মোঃ নুর ইসলাম। এরপরে সঙ্গীতানুষ্ঠান ও সুকুমার দাশ বাচ্চুর ব্যবস্থাপনায় নৈশ ভোজ এর ব্যবস্থা করেণ। এ সভায় বন্ধু ফোরামের সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।