শিরোনাম :
কালিগঞ্জে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ৪ জন সহ মোট ১৫ জনের মনোনয়নপত্র দাখিল  কালিগঞ্জের উত্তর শ্রীপুরে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন অধ্যাঃ ডাঃ আব্দুল ওহাব কালিগঞ্জের চৌমুহনী হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন ও সংবর্ধনা অনুষ্ঠিত কালিগঞ্জ উপজেলার সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে শেখ মেহেদী হাসান সুমন। এম.জে. ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের ঈদ উপহার প্রদান সুশীলন সহস্রাধিক অসহায় এর মাঝে ঈদ সামগ্রী প্রদানে দৃষ্টান্ত স্থাপন করেছেন ———সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন শ্যামনগর বংশীপুরে ইটভাটার মধ্যে চলছে হারবাল চিকিৎসা! কালিগঞ্জ বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। কালিগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, গুলি ও বোমার আঘাতে আহত ৬ জনের ২জন গুরুতর কালিগঞ্জে লিমা মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে বাল্যবিবাহ নারী শিশু নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত।শিমুল হোসেন,কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো।
জরুরী নোটিশঃ
Wellcome to our website...

কালিগঞ্জে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজের সকল শিক্ষকদের উপস্থিতে শিক্ষক দিবস উদযাপিত

শেখ আতিকুর রহমান, বার্তা সম্পাদক.. / ১৭৫ টাইম ভিউ
আপডেটঃ বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ৬:৩৪ অপরাহ্ন

বিজয় নিউজ ডেস্ক : “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কালিগঞ্জ উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজের সকল শিক্ষকদের উপস্থিতে শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ ও কালিগঞ্জ শিক্ষক সমিতির সার্বিক সহযোগীতায় কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ দিবস উদযাপিত হয়। দিবস উপলক্ষে সকল শিক্ষকের অংশগ্রহনে উপজেলা পরিষদ থেকে শোভাযাত্রা শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। পরবর্তিতে কালিগঞ্জ উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ জামান বাপ্পী’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের সষ্ণালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সাঈদ মেহেদী। এ সময়ে বক্তব্যে তিনি বলেন- শিক্ষকরাই পারেন সুষ্ঠ সমাজ বিনির্মানে আলোকিত মানুষ তৈরী করতে। বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনা দেশকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে দিনরাত নিরলসভাবে কাজ করে চলেছেন। বছরের শুরুতে শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হালিমুর রহমান বাবু, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, রোকেয়া মুনসুর মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোনায়েম, সাধারন সম্পাদক গাজী মিজানূর রহমান, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ডি আর এম আইডিয়াল কলেজের অধ্যক্ষ শেখ আবুল বাসার, কাটুনিয়া রাজবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাব, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, হাজী তফিল উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার শফিউল্লাহসহ কলেজ, মাধ্যমিক, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান ও সহস্রাধীক শিক্ষকবৃন্দ।অনুষ্ঠানের প্রধান অতিথি সাঈদ মেহেদী “শিক্ষক দিবসে “সকল শিক্ষকদেরকে গোলাপ ফুল দিয়ে বরণ করে নেন।


এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর