বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে ২টি ক্লিনিকে ভ্রাম্যমান আদালতঃ ১টি সীলগালা ও আরেকটি জরিমানা উন্নয়নের অগ্রযাত্রায় শেখ হাসিনার বিকল্প নাই ……………..স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন (এমপি) কালিগঞ্জে সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামানের জন্মদিনে বর্ণাঢ্য আয়োজন কালিগঞ্জের বালিয়াডাঙ্গা ও মৌতলা বাজারের মালামালের মূল্য নিয়ন্ত্রণে রাখতে অভিযান  কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়নে এগিয়ে কালিগঞ্জে ক্ষুদে ডাক্তারের কার্যক্রম পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা: খালেদুর রহমান কালিগঞ্জে হয়রানী ও ঘুষমুক্ত ভূমিসেবা প্রদান করে যাচ্ছি এ্যাসিল্যান্ড  কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিংড়ি ব্যবসায়ীর ১৫ দিনের জেল কালিগঞ্জে দুই কেজি গাঁজা সহ চিহৃিত দুই মাদক ব্যবসায়ীকে আটক  কালিগঞ্জে উপজেলা সহকারী কমিশনারকে ফুলেল শুভেচছা জানালেন ইউএনও
জরুরী নোটিশঃ
Wellcome to our website...

কালিগঞ্জে পানিয়া প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত

শেখ আতিকুর রহমান, বার্তা সম্পাদক.. / ৩৩৭ টাইম ভিউ
আপডেটঃ বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ৬:১৪ অপরাহ্ন

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জের পানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা আব্দুল খালেক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা জাতীর মেরুদন্ড, আজকের শিক্ষার্থী আগামী দিনের দেশ ও জাতীর ভবিষ্যৎ। আজকের শিশু শিক্ষার্থীরা লেখা পড়া শেষ করে দেশ ও রাষ্ট্রের কাজে নিজেকে নিয়োজিত রাখবে।অবিভাকদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা সন্তানকে ঠিক মতো লেখা পড়ায় আগ্রহী হতে হবে। সে ক্ষেত্রে পিতা মাতাদের সন্তানদের দিকে খেয়াল নিতে হবে। পানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আক্তার খুকুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রকাশ চন্দ্র মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খান মিরাজ হোসেন, মৌতলা ইউনিয়ন চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশেক মেহেদী, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুর রউফ, অবসরপ্রাপ্ত প্রকৌশলী শামসুদ্দিন আহমেদ, সাবেক সহকারী শিক্ষিকা রাবেয়া খাতুন, সাবেক ইউপি সদস্য শাকিলা আমিন, ইউপি সদস্য মাহফুজা খাতুন পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক হুমায়ুন কবীর প্রমুখ।এছাড়া ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকসহ অবিভাবক ও ছাত্র/ ছাত্রী বৃন্দ। স্কুলের সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েই সবাই পাশ করেন। পাশের হার ১০০%। ফল প্রকাশ অনুষ্ঠান শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্টুডেন্ট এবং বর্ষসেরা শিক্ষক জিয়াউর রহমানকে পুরস্কার এবং স্কুলের ডোনার, শিক্ষক ও অতিথি বৃন্দকে সন্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ও সকল ছাত্র- ছাত্রীরা কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রাম দুর্যোগপ্রবণ এলাকা হওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি টেকসই সাইক্লোন সেল্টার নির্মাণের জোর দাবি জানান।


এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর