কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে বেসরকারি নারী উন্নয়ন সংস্থা “প্রান্তিক নারী কল্যাণ পরিষদের” পক্ষ হতে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার দেয়া ডিএমসি ক্লাব চত্বরে কর্মসূচির আয়োজন করা হয়। প্রান্তিক নারী কল্যাণ পরিষদের সভাপতি শিক্ষিকা কণিকা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা ও কালিগঞ্জ ক্লাবের সহ-সভাপতি বাবলা আহমেদ, অবসরপ্রাপ্ত শিক্ষক আয়নাল হোসেন, সমাজসেবক মোঃ নাজিম উদ্দিন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ রেজাউল হক ডাবলু, বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব মোঃ গিয়াস উদ্দিন, সমাজ সেবক শহীদুল ইসলাম বাবু প্রমুখ। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সুরাইয়া আফরোজ সুমি তার বক্তব্যে বলেন বৈষয়িক মহামারী করোনার তাণ্ডবের পর জনজীবন বিপর্যস্ত, মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ,এমনি এক ক্রান্তি লগ্নে হাঁটি হাঁটি পা পা করে যাত্রা শুরু করেছে প্রান্তিক নারী কল্যাণ পরিষদ। আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অসহায় ছিন্নমূল নারী ও শিশুদের প্রতিষ্ঠিত করা। শিশুশ্রম বন্ধ করা,বিধবা অসহায় মহিলাদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে তাদের স্ব কর্মসংস্থানের ব্যবস্থা করা । আজ আমরা কিছু দরিদ্র পরিবারকে শীতবস্ত্র বিতরণ করছি। ভবিষ্যতে এমন উন্নয়নমূলক কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি এলাকার সুধীজনকে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহ-সভাপতি রহিমা খাতুন। বক্তব্য শেষে ৭০জন অসহায় শীতার্ত মহিলাদের এই প্রতিষ্ঠানের পক্ষ হতে কম্বল বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীবৃন্দ।