রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে ইকরা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার কমিটি গঠন সম্পন্ন সাতক্ষীরা কে আমরা একটি নতুন ও আদর্শ সাতক্ষীরা গড়ার স্বপ্ন দেখছি সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির বর্ধিত সভায় ২৬ অক্টোবর খুলনা রোড মোড় মানব বন্ধনের সিদ্ধান্ত আধুনিক বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা রেখে চলেছে দৈনিক কালবেলা মহানবী (সা:) এর কটুক্তির প্রতিবাদে কালিগঞ্জে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ মন্দিরে রাজনীতির চর্চা কল্যাণ বয়ে আনে না : গয়েশ্বর গণঅভ্যুত্থানে আহত নবীন ও রাইসুরকে চিকিৎসা সহায়তা দিল বিএনপি দেবহাটা প্রেসক্লাবে সাম্প্রাদায়িক সম্প্রীতি অনুষ্ঠান কালিগঞ্জের ছিনাইকারীর গুলিতে আহত ২ ব্যবসায়ী অস্ত্র গুলিসহ আটক ১

কালিগঞ্জে প্রান্তিক নারী কল্যাণ পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শেখ আতিকুর রহমান, বার্তা সম্পাদক.. ১০৬ টাইম ভিউ
আপডেটঃ রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ১০:৫৮ পূর্বাহ্ন

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে বেসরকারি নারী উন্নয়ন সংস্থা “প্রান্তিক নারী কল্যাণ পরিষদের” পক্ষ হতে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার দেয়া ডিএমসি ক্লাব চত্বরে কর্মসূচির আয়োজন করা হয়। প্রান্তিক নারী কল্যাণ পরিষদের সভাপতি শিক্ষিকা কণিকা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা ও কালিগঞ্জ ক্লাবের সহ-সভাপতি বাবলা আহমেদ, অবসরপ্রাপ্ত শিক্ষক আয়নাল হোসেন, সমাজসেবক মোঃ নাজিম উদ্দিন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ রেজাউল হক ডাবলু, বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব মোঃ গিয়াস উদ্দিন, সমাজ সেবক শহীদুল ইসলাম বাবু প্রমুখ। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সুরাইয়া আফরোজ সুমি তার বক্তব্যে বলেন বৈষয়িক মহামারী করোনার তাণ্ডবের পর জনজীবন বিপর্যস্ত, মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ,এমনি এক ক্রান্তি লগ্নে হাঁটি হাঁটি পা পা করে যাত্রা শুরু করেছে প্রান্তিক নারী কল্যাণ পরিষদ। আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অসহায় ছিন্নমূল নারী ও শিশুদের প্রতিষ্ঠিত করা। শিশুশ্রম বন্ধ করা,বিধবা অসহায় মহিলাদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে তাদের স্ব কর্মসংস্থানের ব্যবস্থা করা । আজ আমরা কিছু দরিদ্র পরিবারকে শীতবস্ত্র বিতরণ করছি। ভবিষ্যতে এমন উন্নয়নমূলক কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি এলাকার সুধীজনকে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহ-সভাপতি রহিমা খাতুন। বক্তব্য শেষে ৭০জন অসহায় শীতার্ত মহিলাদের এই প্রতিষ্ঠানের পক্ষ হতে কম্বল বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীবৃন্দ।


এই বিভাগের আরো খবর