সাতক্ষীরার সংবাদ

কালিগঞ্জের গোবিন্দকাটি তিন দিনব্যাপী পৌষমেলার উদ্বোধন

  প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২২ , ৯:১৫:৩৪ প্রিন্ট সংস্করণ

আলমগীর হোসেন, কালিগঞ্জঃ 

পৌষ এলো গো, পৌষ এলো/পৌষ এলো অশ্রু পাথার হিম পারাবার পারায়ে/ওই যে এল গো-‘নিবেদন’ এর শিল্পীদের পরিবেশনায় কাজী নজরুল ইসলামের এ পৌষের গানের মধ্য দিয়ে কালিগঞ্জ উপজেলার গোবিন্দকাটি শিল্পকলা একাডেমীর আয়োজনে গোবিন্দকাঠি হাইস্কুল মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী পৌষ মেলা। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ৮ টায় মেলার উদ্বোধন করেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি (ইউপি) চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডলের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মোসরিফুর রহমান মিল্টন।প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক ও প্রবন্ধিক অধ্যাপক গাজী আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সাহিত্যি পরিষদের সভাপতি শাহিনুর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ শাহিনুর ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, এ্যাডঃ জাফরউল্লাহ ইব্রাহিম, বিশিষ্ট সংস্কৃতিকর্মী আশেক মেহেদী, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শিমুল প্রমুখ। বক্তারা বলেন, শহরের নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্য তুলে ধরতে চাই এই উৎসবের মাধ্যমে। বাঙালির ঐতিহ্যবাহী উৎসবগুলো মানুষে মানুষে মেলবন্ধন সৃষ্টি করে। তিনি গ্রামবাংলার ঐতিহ্য দিয়ে বিদেশি সংস্কৃতির অন্ধ অনুসরন ও সাম্প্রদায়িক শক্তির আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।মেলা প্রাঙ্গণে মোট ১৪টি স্টল বসেছে। এসব স্টলে পিঠাপুলি, মুড়ি- মুড়কি, খেজুরের রস ইত্যাদি ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয়েছে।মেলার দ্বিতীয় পর্ব শুরু হবে শুক্রবার বিকেল ৪টায়, চলবে রাত ৯টা, একইভাবে তৃতীয় দিনে ৩১ শে ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত চলবে পৌষ মেলার বর্ণাঢ্য আয়োজন। ঐতিহ্যের ধারাবাহিকতায় গোবিন্দকাঠি শিল্পকলা একাডেমীর আয়োজনে মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সাংস্কৃতিক ব্যাক্তিত্বসহ শতশত পৌষ মেলা ভক্ত নারী পুরুষ।

আরও খবর

Sponsered content