বিজয় নিউজ ডেস্কঃ
কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের বীরমুক্তি যোদ্ধাদের নামের স্মৃতিফলক ও বিজয় কলবর-১৯৭১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৫ জানুয়ারী) বিকাল ৪ টায় সাতক্ষীরা- ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার বিজয় কলবর-১৯৭১ এর উদ্বোধন করেন। পরবর্তিতে পরিষদ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি এস, এম জগলুল হায়দার তার বক্তব্যে বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামি সংসদ নির্বাচনে অবশ্যই আপনারা নৌকা প্রতীকে ভোট দিবেন। এ সরকারের আমলে শিক্ষা, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে যা অন্য কোন সরকারের আমলে সম্ভব না। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুর রহমান (আমিন), থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন রহমান, শ্যানগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর, উপজেলা আ’লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অর্থ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ আব্দুর রউফ প্রমুখ।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল মুখার্জী, প্রচার সম্পাদক আব্দুর রহমান, কুশুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি কাজী কাওফিল অরা সজল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডলসহ ইউনিয়নের পরিষদবর্গ, সাংবাদিক, সুধী ও সুফলভোগী জনগন।