সাতক্ষীরার সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে কালিগঞ্জ দলিল লেখক সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে

  শেখ আতিকুর রহমান, বার্তা সম্পাদক.. ২৯ জানুয়ারি ২০২৩ , ৬:৫৮:০৭ প্রিন্ট সংস্করণ

বিজয় নিউজ ডেস্ক  সাতক্ষীরার কালিগঞ্জ দলিল লেখক সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বনভোজন। উপজেলা সাবরেজিস্টার অফিস, সাংবাদিক, দলিল লেখক সমিতি, সেরেস্তাদারসহ তাদের পরিবারবর্গের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত বনভোজনে সকলেই উপভোগ করেছেন অনাবিল আনন্দ। শনিবার সকাল ৮ টা হতে সন্ধ্যাবধি সাতক্ষীরার ঐতিহ্যবাহী সুন্দরবনে লঞ্চযোগে ভ্রমন ও আকাশলীনা ইকো টুরিজমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্মাননা ক্রেষ্ট প্রদান ও নাটক “বাঁচাও সুন্দরবন” অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক নুর আব্দুল বিশ্বাসের সভাপতিত্বে ও সহ সভাপতি খাঁন ইকবাল হোসেন এর সঞ্চালনায় সমগ্র অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ সাবরেজিস্টার মঞ্জুরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু ও সদস্য শেখ আব্দুল করিম মামুন হাসান, আশেক মেহেদী, শেখ আর নুর আহমেদ ঈমন ও আলমগীর হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন কালিগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি রামচন্দ্র চক্রবর্তী, সহ সভাপতি খাঁন আব্দুল গফফার, সাংগঠনিক সম্পাদক নাট্যাভিনেতা গোলাম আইয়ুব জুলু, আব্দুর রাজ্জাক প্রমুখ। পরে উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের কর্মকর্তা মঞ্জুরুল হাসানকে কালিগঞ্জ দলিল লেখক সমিতির পক্ষ থেকে সন্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

আরও খবর

Sponsered content