বিজয় নিউজ ডেস্ক
ক্রিশ্চিয়ান এইড এর অর্থায়নে, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন এর কারিগরি সহযোগিতায় মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র বাস্তবায়নে বুধবার (১ ফেব্রুয়রি) কৃষ্ণনগর ইউনিয়নে বালিয়া ডাঙ্গা নারী দল রঞ্জিতা আক্তার বেবির বাড়িতে, কৃষ্ণনগর নারী দল ইতি পারভীনের বাড়িতে, জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ সতর্কতা ও বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন বিষয়ক সচেতনতা মূলক উঠানবৈঠক অনুষ্টিত হয়। উঠান বৈঠকে আবহাওয়া, জলবায়ু, দুর্যোগ কি, দুর্যোগের কারন, প্রভাব, দুর্যোগ পূর্ববর্তী প্রস্তুতি, দুর্যোগ কালীন সময়ে করনীয়, দুর্যোগের পরবর্তীতে করনীয়,অভিজোযন, প্রশমন ইত্যাদি বিষয় কে সামনে নিয়ে আলোচনা করা হয়। ক্রিশ্চিয়ান এইড এর অর্থায়নে, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন এর কারিগরি সহযোগিতায় প্রকল্পের অধীনে এ উঠান বৈঠক গুলিতে অত্র এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠি স্বক্রিয় অংশগ্রহন করে। মাঠপর্যায়ে বাস্তবায়নকারী মিশন মহিলা উন্নয়ন সংস্থা‘র প্রকল্প পরিচালক শেখ আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন নারীর ক্ষমতায়ন আধুনিক বাংলাদেশ বিনির্মান ও সমগ্রীক উন্নয়ন বহুলাংশে নির্ভরশীল। আমরা যদি নারীর নেতৃত্ব বৃদ্ধি ও উদ্যোগী হওয়ার সুযোগ করে দেই তাহলে উন্নয়নের অগ্রযাত্রা সহজ হবে। প্রকল্পের অন্যতম লক্ষ্য হলো লিঙ্গ সমতায়নকে প্রাধান্য দিয়ে দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমে স্থানীয় লোকজনের অংশগ্রহনকে তরান্বিত করা, নারী নেতৃত্বায়নকে উৎসাহ প্রদান করা। বৈঠকে অংশগ্রহণ কারীরা বলেন আমরা যদি নিয়মিত ভাবে উঠান বৈঠকে অংশগহন করি তাহলে আমরা দুর্যোগ বিষয়ে সচেতন হতে পারব এবং দুর্যোগকালিন সময়ে আমরা আমাদের করনীয় ঠিক করতে পারব। তাতে আমাদের জানমালের ক্ষয় ক্ষতির পরিমান অনেকাংশে কম হবে জীবন মান উন্নত হবে। বিকল্প আয়বদ্ধক কর্মসূচী গ্রহন করতে পারব। আশাকরি ক্রিশ্চিয়ান এইড জনস্বার্থে এধরনের কার্যক্রম দীর্ঘ মেয়াদী করবে।