বিজয় নিউজ ডেস্ক
২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষে সাতক্ষীরা জেলায় ব্যপকহারে কুকুরকে টিকাদান এমডিভি কার্যক্রম অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার রুমে অবহিতকরন সভায় উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির রক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি সাঈদ মেহেদী। অবহিতকরণ সভায় উপজেলা সেনেটারী ইন্সপেক্টর আব্দুস সোবহান এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ উৎপল রায়, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, ডাঃ হাসান জাফরী, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ হাসপাতালের ইপিআই টেকনিশিয়ান মশিউর রহমান, সভায় প্রজেক্টরের মাধ্যমে জলাতঙ্ক রোগের বিভিন্ন বিষয়ে তুলে ধরেন ডাঃ দিলশাদ হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ ফাতেমা খাতুন সুমি, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের জেলা ইপি আই সুপারেনটেনডেন্ট সৈয়দ মিজানুর রহমান, সাংবাদিক, জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মী ও কর্মকর্তা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলের উদ্যেশ্যে জানানো হয় যে উপজেলার প্রতিটি ইউনিয়নে ৬ জনের ১ টি টিম আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ তারিখ সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত সকল পর্যায়ে কুকুরের ভ্যাকসিন দেওয়া হবে এবং ২০২৩ সালের মধ্য বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূল করা হবে।