বিজয় নিউজ ডেস্কঃ
বাংলাদেশ স্কাউট কালিগঞ্জ উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস এর সভাপতি রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে ও স্কাউটস এর উপজেলা সাধারণ সম্পাদক উজ্জীবনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান, রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত বৈদ্য, ঘোনা মাদ্রাসা সুপার নজরুল ইসলাম, বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার মন্ডল, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল হক, কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন, ক্রীড়া শিক্ষক সৈয়দ মমিনুর রহমান প্রমুখ। কালিগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের স্কাউটিং কার্যক্রম আরো জোরদার করনসহ বাংলাদেশ স্কাউটস কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি স্কাউটের উপর ধারনা ও স্কাউটিং বিষয়ে ওরিয়েন্টেশন ও কাব ক্যাম্পিং আগামী ১, ২,ও ৩ মার্চ ২০২৩ কাব স্কাউট ক্যাম্পিং অনুষ্ঠিত হবে।