কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি।।
২১ শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বায়ান্ন’র ভাষা আন্দোলনের সকল ভাষা শহিদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন কালিগঞ্জ প্রেসক্লাবের নের্তৃবৃন্দ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) একুশের প্রথম প্রহরে কালো ব্যাচ ধারণসহ উপজেলার শহীদ সোহরাওয়ার্দী পার্কের কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা আন্দোলনের সকল ভাষা শহিদ ও ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পন করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবলা আহমেদ, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক সাজু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, নির্বাহী সদস্য যথাক্রমে শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, এস এম গোলাম ফারুক, সেলিম শাহারিয়ার ও ফারুক আহমেদ উজ্জ্বল, শেখ আব্দুল করিম, হাফেজ আব্দুল গফুর, শেখ আমজাদ হোসেন, জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।