সাতক্ষীরার সংবাদ

কালিগঞ্জে ইসলামী ব্যাংকে ইমাম, খতিব ও মোয়াজ্জিনদের সাথে মতবিনিময়

  প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:৪৮:১৯ প্রিন্ট সংস্করণ

কালিগঞ্জ প্রতিনিধিঃ

কালিগঞ্জে ইসলামী ব্যাংকের
আয়োজনে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ব্যাংক ভবনে উপজেলার বিবাহ রেজিস্ট্রার, ইমাম, খতিব, ও মসজিদের মোয়াজ্জিনদের নিয়ে সমাবেশ ও মত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের প্রধান কার্যালয় ঘোষিত সর্বোত্তম গ্রাহক সেবা সার্বজনীন ব্যাংকিং কার্যক্রমের অংশ হিসেবে মত বিনিময় ব্যাংকের ম্যানেজার (অপারেশন) আজগর আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যাংকের ভিপি শাখা প্রধান নুর মোহাম্মদ। তিনি তার বক্তব্যে বলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশের আমদানি ও রপ্তানি বৈদেশিক সঞ্চয় সর্বক্ষেত্রে সর্বোচ্চ ব্যাংকিং গ্রাহক সেবায় এগিয়ে। ইসলামী ব্যাংক সার্বজনীন ব্যবস্থার মধ্যদিয়ে প্রায় ৪০ বছর কার্যক্রম সুনামের সাথে চলছে। বিশ্বের ১ হাজার ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক সেবা কার্যক্রম সর্বোত্তম এগিয়ে চলেছে এবং সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের বিনিয়োগ প্রধান মাহবুব আলম রাসেল, জিবি প্রধান সালাউদ্দিন আহমেদ, মাওলানা শেখ মহিবুল্লাহ, মাওলানা শাকির আহমেদ, মাওলানা শফিউল্লাহ প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম খতিব মোয়াজ্জিন ও বিবাহ রেজিস্টার কাজী উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content