সাহিত্য পাতা

বাড়াবাড়ি, মাসুদ কাংগাল

  শেখ আতিকুর রহমান, বার্তা সম্পাদক.. ২৭ অক্টোবর ২০২২ , ৬:৪৮:১৭ প্রিন্ট সংস্করণ

বাড়াবাড়ি, মাসুদ কাংগাল

কে বলেছে, গাড়ী নাই , গাড়ী আছে রাস্তায় ।

কে বলেছে মানুষ নাই, মানুষ শুধুই পস্তায়।

ভাড়া শুধু বারে , দ্বিগুনের তরে। মানুষের হাহাকার , বাড়াবাডি বেজায় ভার ।

তেল-চিনি-ডিমের দাম, বেরে করে বদনাম ।

ভোক্তা করে ফিসফাস , জনগনের নাভিশ্বাস ।

চারিদিকে হাহাকার , মুনাফাখোর আড়দ্বার ।

আমি-তুমি-সে , বাড়াবাড়ি করে কে ?

আরও খবর

Sponsered content