সাহিত্য পাতা

llসুন্দরll

  শেখ আতিকুর রহমান, বার্তা সম্পাদক.. ২৩ জানুয়ারি ২০২৩ , ৯:২১:২৯ প্রিন্ট সংস্করণ

মুকুন্দ মণ্ডল

সুন্দরেরও সুনির্দিষ্ট সংজ্ঞা আছে
মেঘ শূন্য আকাশ
ধবধবে নীলাভ
যেটি তার রং বলা হয়।
ওখানে যখন সূর্যটা
হামাগুড়ি থেকে উঠে দাঁড়ায়
পাখিরা আনন্দে ওড়ে—–
খাবার খুঁজে নেয়ার বিপন্নতায় ভোগে না।
বৃক্ষের পাতার ভেতরে
আলোর রশ্মি গুলো ঢুকলে
পুষ্টি পায় বৃক্ষ।
নদী ও স্বাভাবিক স্রোতাধারায়
নরম পায়ে এগিয়ে যায় সমুদ্রে।
দখিনা বাতাস ছোঁয় বিষন্নতাকে
বর্ষার বৃষ্টি মৃত্তিকাকে ভালোবাসলে
প্রলেপে আপ্লুত শস্যক্ষেত্র।
মানুষ মানুষকে বুকে টেনে
পুজোর ডালিতে সাজিয়ে নেয় ভালোবাসা।
গোলাপ বাগানে প্রজাপতি নির্দ্বিধায়
উড়ে এসে চুমু খায়
এটিই তো সুন্দর
সকল প্রাণী ও প্রকৃতির।