বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জ প্রত্যয় আইডিয়াল স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা পিঠা উৎসব ও চড়ুইভাতি কালিগঞ্জে ব্রাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচীর সমাপনী সভা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার চিকিৎসকরা বাসায় গিয়ে দেখে এসেছেন নলতায় ভিডিও কলের মাধ্যমে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ফ্রি চিকিৎসা সেবা অব্যাহত থাকবে এপ্রিলে থাইল্যান্ডে দেখা হবে ইউনূস-মোদি কালিগঞ্জের জাফরপুরে সুপেয় পানি’র প্লান্ট উদ্বোধন বাগেরহাটে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী কালিগঞ্জে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার কমিটি গঠন  সামাদ সভাপতি ফরহাদ সম্পাদক রবিবার থেকে কালিগঞ্জের নলতার ওরজ শুরু মঙ্গলবার আখেরী মোনাজাত প্রবাস জীবন ছেড়ে নিজেই সমাজ সেবায় আব্দুর রব নিযুক্ত হয়ে কাজ করে চলেছেন

কচুয়ায় ০৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রিপোর্টারের নামঃ ৩০ টাইম ভিউ
আপডেটঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫, ৫:৫৪ অপরাহ্ন

 

শেখ মারুফ হোসন, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের কচুয়ায় ঐতিহ্যবাহী উপজেলা শিশু নিকেতনের আয়োজনে জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।

আজ ২৩শে জানুয়ারি ২০২৫খ্রি. সকাল ১০:০০টায় বিদ্যালয় প্রাঙ্গণে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনে মধ্য দিয়ে দিনের শুভ সূচনা হয় এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেশ হালদার শুভেচ্ছা বক্তব্য রাখেন।

কচুয়া উপজেলা শিশু নিকেতনের সহকারী শিক্ষক তিমির বরণ পাইকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী, বিজয় কুমার জোয়ার্দার সহকারী কমিশনার (ভূমি) এসময় বিশেষ অথিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোহাঃ রাশেদুল আলম অফিসার ইনচার্জ কচুয়া থানা।

উপজেলা শিশু নিকেতনের সভাপতি ও কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে. এম. আবু নওশদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিদা সুলতানা সভাপতি লেডিস ক্লাব কচুয়া। এসময় প্রতিষ্ঠানের সভাপতি তার বক্তব্যে শিক্ষার্থীদের মেধা বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বলেন, কোমমলমতি শিক্ষার্থীদের মনসিক চাপমুক্ত রেখে তাদের অনুকূল পরিবেশ দিতে অভিভাবকদের প্রতি অনুরোধ করেন ও অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধ্যে বিভিন্ন প্রতিভা লুকিয়ে আছে তারা ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হবে।


এই বিভাগের আরো খবর