হাফিজুর রহমান শিমুলঃ
ফুলের দেশে ফুলের মেলায়” আমরা রঙিন ফুল” মানুষ গড়ার স্বপ্ন নিয়ে” প্রত্যয় আইডিয়াল স্কুলে এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা সদরের অদূরে প্রত্যয় আইডিয়াল স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পিঠা উৎসব, চড়ুইভাতিসহ পুরস্কার বিতরণী ও সংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি-২৫) সকাল ১০টায় প্রস্তাবিত আইডিয়াল স্কুলের ক্যাম্পাসে প্রত্যয় আইডিয়াল স্কুলের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, শুভ উদ্বোধন ঘোষণা করেন কালিগঞ্জ সরকারী কলেজের ইসলাম শিক্ষার বিভাগীয় প্রধান অধ্যাপক মোসলেম উদ্দিন। প্রত্যয় আইডিয়াল স্কুলের নির্বাহী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, উপজেলা শিক্ষ কর্মকর্তা আশীষ নন্দী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজগর আলী, কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি আনারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, অধ্যাপক মহাসিন আলী, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুর রবসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ও চড়ুইভাতির পরে বিকাল থেকেই মোহনা শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।