শেখ মারুফ হোসেন,বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ০৩দিন ব্যাপী ৫৩তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ০৪:০০ টায় বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন শিক্ষার্থী তামিমা ইসলাম টুকটুকি ও পবিত্র গীতা থেকে পাঠ করেন মহুয়া ঢালি। বাগেরহাট জেলা শিক্ষা অফিসের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর ফয়সার হোসেন দিপুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহাঃ সাদেকুল ইসলাম সহকারী জেলা শিক্ষা অফিসার বাগেরহাট।প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আহমেদ কামরুল হাসান জেলা প্রশাসক বাগেরহাট। এসময় তিনি তার বক্তব্যে বলেন, এই প্রতিযোগিতায় কেউ প্রথম হবে কেউ দ্বিতীয় হবে। আমাদের গোটা জীবনটাই একটি রেস এখানে প্রতিদিনই আমাদেরকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়। আজকের এই অভিজ্ঞতার আলোকে আগামীদিন গুলোতে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। উক্ত অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলা হতে আগত উপজেলা মাধ্যমিক কর্মকর্তা, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষক, সাংবাদিকবৃন্দ, অভিভাবক, সুধীজনসহ ক্রীড়ামোদী ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সভাপতি ও বাগেরহাট জেলা শিক্ষা অফিসার এস, এম, ছায়েদুর রহমান তার সভাপতির বক্তব্যে বলেন, ক্রীড়ার পাশাপাশি লেখাপড়ায়ও আমাদের প্রতিযোগিতা করতে হবে। এসময় তিনি বিজয়ীদের উদ্দেশ্যে আরও বলেন, যারা আজ ১ম স্থান ও ২য় স্থান অধিকার করেছেনা তার বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় যাতে বাগেরহাট জেলার সুনাম অক্ষুণ্ন থাকে এ ব্যাপারে সবাইকেই আন্তরিক হওয়ার আহ্বান রাখেন। ৮ই ফেব্রুয়ারি হতে ১০ই ফেব্রুয়ারি ০৩ দিন ব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেন মুস্তাহিদুর রহমান মুক্ত, সহিদুল ইসলাম, মীর্জা আলী আহম্মেদ, হাসানুর রহমান জুয়েল, জিল্লুল হায়দার, কালিদাস হোড়, সুকুর আলী, মাহবুব রহমান, নাসরিন আক্তার, আমেনা বেগম, মোঃ সেলিম সহ প্রমুখ।এজেলা হতে বিভিন্ন ইভেন্টে যারা প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে আগামী ১৬, ১৭ ও ১৮ই ফেব্রুয়ারি তাদের উপআঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় নির্ধারিত ভেন্যুতে অংশগ্রহণ করতে হবে।