সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জ প্রত্যয় আইডিয়াল স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা পিঠা উৎসব ও চড়ুইভাতি কালিগঞ্জে ব্রাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচীর সমাপনী সভা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার চিকিৎসকরা বাসায় গিয়ে দেখে এসেছেন নলতায় ভিডিও কলের মাধ্যমে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ফ্রি চিকিৎসা সেবা অব্যাহত থাকবে এপ্রিলে থাইল্যান্ডে দেখা হবে ইউনূস-মোদি কালিগঞ্জের জাফরপুরে সুপেয় পানি’র প্লান্ট উদ্বোধন বাগেরহাটে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী কালিগঞ্জে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার কমিটি গঠন  সামাদ সভাপতি ফরহাদ সম্পাদক রবিবার থেকে কালিগঞ্জের নলতার ওরজ শুরু মঙ্গলবার আখেরী মোনাজাত প্রবাস জীবন ছেড়ে নিজেই সমাজ সেবায় আব্দুর রব নিযুক্ত হয়ে কাজ করে চলেছেন

নলতায় ভিডিও কলের মাধ্যমে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ফ্রি চিকিৎসা সেবা অব্যাহত থাকবে

রিপোর্টারের নামঃ ১৭ টাইম ভিউ
আপডেটঃ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ৭:১৮ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি কালিগঞ্জ

হযরত খানবাহাদুর আহছান উল্লাহ (র.) ৬১ তম পবিত্র ওরশ শরীফ উপলক্ষে নলতায় ওরছ শরীফে আগত ভক্তদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে  টেলিমেডিসিন সেবা চালু আছে। গ্রামীণ সাধারন মানুষের স্বাস্থ্য সেবা প্রাপ্তিতে অনুরোধের কারণে ০৯,১০,১১ ফেব্রুয়ারি ২০২৫  তারিখ পর্যন্ত সম্পন্ন হল আগামী শুক্রবার পর্যন্ত  ৩ দিন সময় বৃদ্ধি করা হয়েছে। 

ডক্টর লাইভ টেলিভিশন সেবা আয়োজনে ডক্টর লাইভ ও অর্ণব হিড ফাউন্ডেশন, কালিগঞ্জ সাতক্ষীরা।  গত তিন দিনে ২০০০ এর বেশি রোগী  টেলিমিটিশনের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে স্বাস্থ্য সেবা নিয়েছেন, ফ্রি ডায়াবেটিস টেস্ট করেছেন, পেশার পরীক্ষা ছাড়া ছোটখাটো পরীক্ষা করেছেন। তাদের এই কার্যক্রম ছিল সম্পূর্ণ বিনামূল্যে ফলে এটি দরিদ্র অসহায় মানুষের জন্য একটি সুযোগ তৈরি হয়েছে ভালো ডাক্তার দেখান। এই কথা বিবেচনা করে কর্তৃপক্ষ এ সময়টি আরো তিন দিনবৃদ্ধি করেছেন।  আপনারা ডক্টর লাইফ এর সেবা পেতে আসুন ফ্রি ডিজিটাল হেলথ ক্যাম্পে   স্থান মোবারক আলী দাতব্য চিকিৎসালার সম্মুখে নলতা শরীফ, কালিগঞ্জ সাতক্ষীরা। নলতা শরীফে ফ্রি ডিজিটাল হেলথ ক্যাম্প এর পরিচালক ডক্টর লাইফের সাতক্ষীরা কো-অর্ডিরেটর ও অর্ণব হিড   ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিম হোসাইন শাহারীয়ার বলেন আমরা সাতক্ষীরার সর্বস্তরের মানুষের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছাতে চাই। উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছাতে দক্ষ চিকিৎসক স্বল্পতা আছে আমাদের সাতক্ষীরাতে। ফলে টেলিভিশন সেবার মাধ্যমে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের স্বাস্থ্য সেবা নিয়ে আমার সাতক্ষীরার মানুষ সুস্থ থাকবে এর চেয়ে বড় পাওয়ার আর কি হতে পারে। আমরা সেটি বাস্তবায়ন করতে এবং লতা শরিফের আগত ভক্তদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে থ্রি ডিজিটাল  মেডিকেল ক্যাম্প করেছিলাম। কিন্তু এখানে সাধারণ মানুষের চাহিদা ও অনুরোধের কারণে  আরো তিন দিন আমরা এই স্বাস্থ্য সেবা চালু রাখার ব্যাপারে আমাদের ম্যানেজমেন্ট পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে। সুতরাং আগামী শুক্রবার বার পর্যন্ত নলতা শরীফে এই ফ্রি ডিজিটাল হেল্থ ক্যাম্প চালু থাকবে। 


এই বিভাগের আরো খবর