কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
মাদককে না বলি মাদক ছেড়ে খেলা ধরি এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ১২ জুন সোমবার বিকাল ৪ টায় চলতি অর্থবছরে মথুরেশপুর ইউনিয়নে খেলার মান উন্নয়নে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের সভাপতিত্বে ক্রিয়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, অনুষ্ঠানে সাংবাদিকবৃন্দ ও মথুরেশপুর ইউনিয়নে ইউপি সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ক্লাব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলার সামগ্রী বিতরণ অনুষ্ঠান বারোটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি কিন্ডার গার্ডেন স্কুল, তিনটি মাধ্যমিক বিদ্যালয়, একটি কারিগরি স্কুল এন্ড কলেজ ও নয়টি ওয়ার্ডে জার্সি সহ ফুটবল ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা ইউনিয়ন পরিষদ চত্বরে নির্মিত ইউনিয়ন পরিষদে আগত ইউনিয়ন বাসীর বসার জন্য নান্দনিক গোলঘর, সুপেয় পানির প্রকল্প, সাইকেল গ্যারেজ, নির্মাণাধীন ইউনিয়ন পরিষদের গেট, ফুলের বাগান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এবং জনগণকে উদ্বুদ্ধ করতে ইউনিয়ন পরিষদ চত্বরে তিরিস্তরের সবজি বাগান, পুকুর খনন, পুকুরের পাশ দিয়ে নির্মিত রাস্তা, আগত মা যাদের কোলে ছোট্ট শিশু আছে তাদের দুগ্ধ পান করানোর জন্য মাতৃদুগ্ধ পান কেন্দ্র, ১৯৭১ সালের সূর্য সন্তান ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত ও জাতির জনকের ছবি সম্বলিত বঙ্গবন্ধুর মুরাল, ইউনিয়ন চত্বরে সিসিটিভি ক্যামেরা সহ সকল উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন।