বিজয় নিউজঃ কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার(৪ মার্চ ) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস, ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন, ২৫ শে মার্চ গণহত্যা দিবস, এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার সানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকি বিল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার অজিত কুমার নন্দী, বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা প্রকৌশলী ইফতেখার উদ্দিন জোয়ারদার , প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল গাইন, কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার মিলন কুমার ঘোষ, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তী , উপজেলা তথ্য আপা মিনারা আক্তার উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ইলা দেবী মল্লিক মোজাহার মেমরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সেলিম কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কণিকা সরকার কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল আমিন উত্তর কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল ঘোষ প্রমুখ সভায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ ১৭ই মার্চ বঙ্গবন্ধুর ও জাতীয় শিশু দিবস ২৫ শে মার্চ গণহত্যা দিবস ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়ে।